× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে অন্য দলকে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চলছে : জয়নুল আবদিন ফারুক

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৫ ২০:১৩ পিএম

আপডেট : ০১ জুন ২০২৫ ২০:২১ পিএম

দেশে অন্য দলকে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চলছে : জয়নুল আবদিন ফারুক

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশে অন্য একটি দলকে প্রতিষ্ঠিত করার হীন ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে বিলম্বিত করার আর সময় নেই।

রবিবার (১ জুন) বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, দেশের সার্বিক অবস্থানের কারণে সব নিবন্ধিত রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। নির্বাচনটা দিয়ে দেন, যারাই ক্ষমতায় আসুক, সে দলের নির্বাচিত সংসদ ও জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের চিরস্থায়ী ক্ষমতায় বসানো হয়নি। যেগুলো অনির্বাচিত সরকারের কাজ নয়, সেগুলো করবেন না। করিডোর দিয়ে দেবেন, চট্টগ্রাম বন্দর দিয়ে দেবেন, তা করলে দেশের জনগণ কখনও মেনে নেবে না। আপনাদের করণীয় নির্বাচন কমিশন সংস্কার, আইনশৃঙ্খলা রক্ষা করে নির্বাচন দেওয়া।

কেন্দ্রীয় যুবদলের সদস্য ও মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশার সভাপতিত্বে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাসিকের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন, বিএনপি নেতা আব্দুর রহিম সাজু, মোক্তার হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা