জাপার সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০১ জুন ২০২৫ ১৯:৫৮ পিএম
আপডেট : ০১ জুন ২০২৫ ২০:১০ পিএম
বরিশালে জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও তছনছ চালানোর অভিযোগ ওঠে, যার পর থেকে কার্যালয়টিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এই ঘটনায় রবিবার (১ জুন) প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টি হামলার জন্য গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দায়ী করে বিচার দাবি করে। অপরদিকে, গণঅধিকার পরিষদ পাল্টা অভিযোগ এনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও বিক্ষোভে বরিশালের রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
রবিবার দুপুর ২টার দিকে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ও মহানগর জাতীয় পার্টি।
সংবাদ সম্মেলনে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল বলেন, তারা কখনও আওয়ামী লীগের দোসর ছিলেন না। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের ওপর এবং তাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। তারা এই হামলার ঘটনায় বিচার দাবি করেন।
এদিকে রবিবার বিকালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ ১৮ জনের নাম উল্লেখসহ ২০০/২৫০ জন অজ্ঞাত আসামি করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছে গণঅধিকার পরিষদের বরিশাল মহানগর কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সাগর। পরে বরিশাল নগরীর সদর রোডে বিক্ষোভ সমাবেশ করে দলটি। এ সময় তারা জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শনিবার জাতীয় পার্টির একটি বিক্ষোভ মিছিলে গণ্ডগোলের ঘটনা ঘটে। এ ঘটনার পর মো. শফিকুল ইসলাম সাগর বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।