কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫ ১৯:৪৩ পিএম
আপডেট : ০১ জুন ২০২৫ ২০:০৭ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন ও কোলা ইউনিয়নের সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহব্বত হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন।
সংঘর্ষে একাধিক বাড়িঘর ভাঙচুরেরও অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১ জুন) সকালে উপজেলার নাকোবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলামের সঙ্গে কোলা ইউনিয়নের বিএনপি সমর্থক আরিফ, লিটন, বুলু ও আশরাফের গ্রুপের দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক বিরোধ ছিল। এর জেরেই রবিবার সকালে নাকোবাড়িয়া গ্রামে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত পাঁচজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে মহব্বত হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল হাওলাদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরবর্তীতে যাতে অপ্রীতিকর কিছু না ঘটে, সে জন্য পুলিশ কাজ করছে।