বাগেরহাট
বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫ ১৭:২০ পিএম
বাগেরহাট জেলায় দীর্ঘদিন ধরেই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রয়েছে। এতে জেলার মানুষের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। এখানে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার মতো প্রাকৃতিক দুর্যোগ নিয়মিত ঘটনা।
এবার এই সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে স্থানীয় তরুণ সমাজ। প্রায় দুবছর আগে থেকে গ্রিন ইয়ুথ ফোরাম বাগেরহাট এবং রাংজিং ইয়ুথ ফোরাম রামপাল নামে দুটি সংগঠন কাজ শুরু করে। জলবায়ু সচেতনতা ও সবুজ শক্তির প্রসার নিয়ে সংগঠন দুটি নিজেদের মেলে ধরার চেষ্টা করে।
তরুণদের এই উদ্যোগ নবায়নযোগ্য শক্তির পক্ষে জনমত গঠন করা। তারা নিয়মিত আয়োজন করছে সাইকেল র্যালি, নৌ র্যালি, ক্লাইমেট স্ট্রাইক, মানববন্ধন, বিতর্ক প্রতিযোগিতা, যুব দিবস, বৃক্ষরোপণ কর্মসূচি ইত্যাদি। এ ছাড়াও তারা সরকারি দপ্তরগুলোর সঙ্গে ও বিভিন্ন অ্যাডভোকেসি করছে তাদের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে।
রাংজিং ইয়ুথ ফোরামের সভাপতি আলিমুজ্জামান বলেন, ‘আমরা বারবার দুর্যোগের শিকার হই, কিন্তু এখন আমরা এর বিরুদ্ধে কথা বলছি।’
গ্রিন ইয়ুথ ফোরাম বাগেরহাটের সদস্য বলেন শেখ নেওয়াজ শরীফ রাজু বলেন, সবুজ শক্তি সৌর ও নবায়ন শক্তির ব্যবহারের পক্ষে মানুষকে সচেতন করে তোলার প্রয়াস নিয়েছে।’
এই উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, এমনকি অভিভাবকরাও অংশ নিচ্ছেন। তরুণরা স্থানীয়ভাবে উঠান বৈঠক, পরিবেশ বিষয়ক পাঠচক্র এবং তথ্যভিত্তিক ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করছে।
ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি), ফিল্ড কোঅর্ডিনেটর হাসান মাহমুদ জসিম বলেন, ‘পৃথিবীতে একটি নির্দিষ্ট পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, তার মধ্যে কিছু ইতোমধ্যেই নিঃশেষ হয়েছে। জলবায়ু পরিবর্তন, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও প্রভাব বেড়ে যাওয়ায় বিপন্ন পৃথিবী। তাই পৃথিবীকে বসবাস উপযোগী রাখতে প্রয়োজন বিভিন্ন পরিবেশবান্ধব প্রযুক্তি।’
তিনি আরও বলেন, বাগেরহাটের দুটি তরুণ সংগঠন দারুণভাবে কাজ করে যাচ্ছে। আমরা তাদের সাধুবাদ জানাই। আমি একজন পরিবেশ কর্মী হিসেবে আরও এমন তরুণ সংগঠন গড়ে উঠুক, সেটাই প্রত্যাশা করি। আমাদের তরুণদের ১০০ ভাগ নবায়নযোগ্য শক্তির ওপর আস্থা রাখতে হবে।’
বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান বলেন, পরিবেশ থেকে প্রযুক্তিগতভাবে প্রাকৃতিক উৎস আহরণের উপায় বের করতে হবে। গ্রিন টেকনোলজির সবচেয়ে বড় সুবিধা হলো এটি পুনরায় ব্যবহার করা যায়।