ঢাকাইয়া আকবরকে হত্যাকাণ্ড
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০১ জুন ২০২৫ ১৫:৩০ পিএম
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় ওসমান আলী সেগুন ও মো. আলভীনকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১ জুন) দুপুরে চট্টগ্রামের পঞ্চম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়ার আদালত এ আদেশ দেন। আসামিদের মধ্যে ওসমান আলী বিদেশ পলাতক ও চট্টগ্রামের এইট মার্ডার মামলার আসামি সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ভাই। আলভীন তাদের ভাগিনা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন শাখার কর্মকর্তা মো. রহমত বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জানা যায়, গত শুক্রবার (২৩ মে) রাত ৮টার দিকে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার পশ্চিম পয়েন্টের ২৮ নম্বর দোকানের সামনে আড্ডারত অবস্থায় ঢাকাইয়া আকবরকে গুলি করে দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৫ মে) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকাইয়া আকবর বড় সাজ্জাদের অনুসারী ছিলেন। নানা কারণে কয়েক বছর আগে থেকে গুরু সাজ্জাদের সঙ্গে তার বিরোধ হয়। এটি নিয়ে আকবরের সঙ্গে বড় সাজ্জাদের অনুসারী বর্তমানে কারাগারে থাকা ছোট সাজ্জাদের সঙ্গে তার দূরত্ব ছিল৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন দেখে নেওয়ার হুমকি দিতেন আকবরকে। আকবরও ছোট সাজ্জাদ ও তামান্নাকে কটূক্তি করে ভিডিও দিতেন।
আকবর হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে পতেঙ্গা থানায় ২৬ মে মামলা করেন তার স্ত্রী রূপালী বেগম। মামলায় ২ থেকে ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি ওসমান ও আলভীনকে গত ২৬ মে দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়।