সিলেট প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫ ১৩:২৬ পিএম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট গ্রামে টিলা ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিবার (১ জুন) সকালে মরদেহগুলোর উদ্ধার কাজ শেষ হয়। এতে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ এবং উপজেলা প্রশাসনের সদস্যরা অংশ নেন।
নিহতরা হলেন- বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৩৪), মেয়ে সামিয়া খাতুন (১৫) ও ছেলে আব্বাস উদ্দিন (১৩)।
লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান বলেন, এটি প্রাকৃতিক দুর্যোগের ঘটনা হওয়ায় নিহতদের পরিবার লিখিতভাবে ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন জানানো হয়। প্রশাসনের অনুমতিতে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বাদ আসর বখতিয়ারঘাট জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মোহাম্মদ মাহবুব মুরাদ বলেন, ‘ঝুঁকিপূর্ণ টিলা এলাকায় বসবাসকারীদের সরিয়ে নিতে আমরা আগে থেকেই সর্তকবার্তা দিয়ে আসছি। এমনকি শনিবারও এলাকাবাসীকে সরে যেতে বলা হয়েছিল। এখন থেকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়া হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এরই মধ্যে ৫০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (৩১ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভারি বৃষ্টিপাতের ফলে পুরনো একটি টিলা ধসে রিয়াজ উদ্দিনের ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা ৪ জন মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।