× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট রেঞ্জে অনলাইন জিডি সেবা চালু

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৫ ১১:০৩ এএম

সিলেট রেঞ্জে অনলাইন জিডি সেবা চালু

সিলেট রেঞ্জের সকল জেলার সকল থানায় অনলাইন জিডি সেবা চালু করা হয়েছে।

রবিবার (১ জুন) থেকে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু করা হয়।

প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ এই উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে থানায় না গিয়েই বাসা থেকে অনলাইনের মাধ্যমে জিডি করা যাবে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া অ্যান্ড পিআর শাখার ইনামুল হক সাগর জানান, সিলেট রেঞ্জের প্রতিটি থানায় এখন অনলাইন জিডি করা যাবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকাতেও এই সেবা চালু হবে।

এর আগে অনলাইনে কেবল হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। বর্তমানে সিলেট মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন এবং চট্টগ্রাম রেঞ্জের থানাগুলোতেও এই পূর্ণাঙ্গ অনলাইন জিডি সেবা চালু রয়েছে। অনলাইন জিডি করতে ব্যবহারকারীদের ‘Online GD’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করতে হবে। এরপর বারবার রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না।

জিডি করতে কোনো সমস্যায় পড়লে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা