× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নীতিমালার বালাই নেই টাঙ্গুয়া পর্যটনকেন্দ্রে

সাইদুর রহমান আসাদ, সুনামগঞ্জ

প্রকাশ : ০১ জুন ২০২৫ ০৯:৫২ এএম

সুনামগঞ্জের তাহিরপুরের ট্যাকেরঘাটে নোঙর করা পর্যটকবাহী নৌযান ও হাউসবোট

সুনামগঞ্জের তাহিরপুরের ট্যাকেরঘাটে নোঙর করা পর্যটকবাহী নৌযান ও হাউসবোট

সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটক ও পর্যটন এলাকার নিরাপত্তার জন্য দুবছর আগে ‘পর্যটকবাহী নৌযান/হাউসবোট ব্যবস্থাপনা নির্দেশিকা’ প্রণয়ন করা হলেও তা বাস্তবায়নে নেই অগ্রগতি। এ কারণে পরিবেশ দূষণের পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। গতকাল শুক্রবার রাতে একটি হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটনপ্রেমীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছে ১২ পর্যটকের। দায়িত্বশীলরা বলছেন, কাগজেকলমে নীতিমালা থাকলেও, তা কেউ মানছেন না।

ব্যবস্থাপনা নির্দেশিকার মধ্যে উল্লেখযোগ্য হলো, পর্যটনের কারণে হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ যাতে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে হবে। 

ট্যাকেরঘাট এলাকায় গতকাল শনিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, কোনো হাউসবোটেই নেই অগ্নিনির্বাপণ সরঞ্জাম। প্রতিটি হাউসবোটেই একাধিক গ্যাসের সিলিন্ডার ও উচ্চ শব্দ সৃষ্টিকারী জেনারেটর রয়েছে। নৌযানে ব্যবহৃত প্লাস্টিক প্লেট, চিপস, বিস্কুটের প্যাকেট ব্যবহারের পর তা পানিতে ফেলে দেওয়া হচ্ছে। এ ছাড়াও রান্নার কাজে ব্যবহার করা সবজির, মোরগের অবশিষ্টাংশও পানিতে ফেলে দেওয়া হচ্ছে। এতে পর্যটন এলাকার পরিবেশ দূষিত হয়ে উঠেছে।

শুক্রবার রাতে পর্যটকবাহী হাউসবোট রাহবার হঠাৎ আগুন লাগে। ১২ পর্যটক কোনোভাবে প্রাণে রক্ষা পান। অগ্নিকাণ্ডে কেউ কেউ পানিতে লাফিয়ে প্রাণ বাঁচান। 

রজনি লাইন গ্রামের বাসিন্দা মরম আলী বলেন, ‘হাউসবোটে গ্যাস সিলিন্ডার রাখা ঝুঁকিপূর্ণ। আমরা এগুলো না রাখার জন্য বলেছি, তবুও তারা রাখে।’ 

ট্যাকেরঘাট এলাকার বাসিন্দা মুক্তার হোসেন বললেন, ‘হাউসবোটে এভাবে আগুন লাগলে পর্যটকেরা আসতে ভয় পাবেন।’

গতকাল বেলা সাড়ে ১১টায় ট্যাকেরঘাট এলাকায় তীরে লাগিয়ে রাখা বিলাসবহুল হাউসবোট জলতরীতে গিয়ে দেখা যায়, দুটি সিলিন্ডার রাখা আছে। নেই কোনো আগুন নেভানোর সরঞ্জাম। পাশে থাকা মনাই হাউসবোটের একই অবস্থা। এই হাউসবোটের বাবুর্চি ফরহাদ আহমেদ। বেলা সাড়ে ১১টায় হাউসবোটে দুটি চুলায় দুটি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে রান্না করছিলেন তিনি। পাশেই আরও চারটি সিলিন্ডার রাখা। তার হাউসবোটেই ছয়টি সিলিন্ডার পাশাপাশি রাখা আছে। 

বাবুর্চি ফরহাদ আহমেদ হাউসবোটে সিলিন্ডার রাখায় নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি কিছু জানেন না।

পর্যটক মনসুর ওয়াসি বললেন, আমরা চাই হাউসবোটে অগ্নিনির্বাপক সরঞ্জাম ও লাইফ জ্যাকেট। বেশিরভাগ বোটে এগুলো নেই।’

বিলাসি হাউসবোটের কর্ণধার সাইফুল ইসলাম বাদল বললেন, ‘প্রতিটি হাউসবোটে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা আছে। বেশিরভাগ হাউসবোটে আগুন নেভানোর সরঞ্জামও রয়েছে। সিলিন্ডারগুলোও নিরাপদে রাখা হয়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।’

জানা গেছে, ট্যাকেঘাটের আশপাশের এলাকায় সব হাউসবোট রাখা হয়। এখানে জরুরি পরিস্থিতিতে পড়লে রেসকিউ করার মতো কেউ নেই। টাঙ্গুয়ার হাওরেও নেই। গতবছর টাঙ্গুয়ার হাওরে এক পর্যটক পানিতে ডুবে মারা গেছেন। ওখানে রেসকিউ টিম থাকলে, ওই পর্যটকের প্রাণ বাঁচানো যেতো। জেলা প্রশাসন পর্যটন এলাকার বিকাশে এই দুই জায়গায় রেসকিউ টিম রাখার দাবি জানিয়েছেন পর্যটকরা।

টাঙ্গুয়ার হাওর হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত আকন্দ বললেন, ‘টাঙ্গুয়ায় পর্যটকবাহী হাউসবোট ২০০-এর ওপরে। সবাই অ্যাসোসিয়েশনের সদস্য নয়। অ্যাসোসিয়েশনে ৮৩টি হাউসবোট। এর মধ্যেও বেশিরভাগের অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। শুক্রবার রাতের ঘটনার পর আমরা জানিয়ে দিয়েছি, সবার অগ্নিনির্বাপণের ব্যবস্থা থাকতে হবে। পর্যাপ্ত অর্থাৎ যতজন পর্যটক বহন করা হবে, ততজনেরই লাইফ জ্যাকেট থাকতে হবে। যারা এই নির্দেশনা মানবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জন্য জেলা প্রশাসনকে অনুরোধ জানাব।’

তাহিরপুর উপজেলার ইউএনও আবুল হাসেম বললেন, ‘টাঙ্গুয়ার হাওর পর্যটনের গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানে প্রতিবছর লক্ষাধিক পর্যটক আসেন। শুক্রবার রাতে ট্যাকেরঘাট এলাকায় একটি হাউসবোটে আগুন লেগেছে। এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা