× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমাদের সময় খুব কম, কাজ অনেক বেশি: সংস্কৃতি উপদেষ্টা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩০ মে ২০২৫ ২১:৪৬ পিএম

আমাদের সময় খুব কম, কাজ অনেক বেশি: সংস্কৃতি উপদেষ্টা

সংস্কৃতি নিয়ে কাজ করতে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘আমাদের সময় খুব কম, কাজ অনেক বেশি। এটা একটা কঠিন অবস্থা। আমরা কখন ঘুমাই সেটাও জানি না।’

শুক্রবার (৩০ মে) বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়ির জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকরা জানতে উপদেষ্টা বলেন, ‘নির্বাচন নিয়ে আমি কিছু বলতে চাই না।’

এর আগে জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে জাদুঘরের নিচতলায় একটি ভাস্কর্য দেখিয়ে মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, ‘জাদুঘরের সবচেয়ে ইউনিক একটি জিনিস এটি। এই যন্ত্র দিয়েই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ভাস্কর্যে তিনি একটি মাইক্রোফোন হাতে নিয়ে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন।’

জাদুঘরের বরাদ্দ নিয়ে তিনি বলেন, ‘দশ মাসে আমরা জিয়া স্মৃতি জাদুঘরের বরাদ্দ দ্বিগুণ করেছি। এর আগে এখানকার জন্য যে বরাদ্দ ছিল সেটা একেবারে নগণ্য। এখন আরও অনেক বাড়াতে হবে। কারণ অনেকগুলো কিউরেশনের কাজ আছে। এর পরিকল্পনা চলছে। আপনারা ৬-৭ মাসের মধ্যে এর ফলাফল দেখতে পাবেন।’

এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ঢাবির অধ্যাপক সায়মা ফেরদৌস উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা