× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুলাউড়া ও মাধবপুরে দুই পরিবহন চালককে হত্যা

কুলাউড়া ও মাধবপুর প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৫ ২০:৫৫ পিএম

কুলাউড়া ও মাধবপুরে দুই পরিবহন চালককে হত্যা

মৌলভীবাজারের কুলাউড়া ও হবিগঞ্জের মাধবপুরে পৃথক ঘটনায় দুজন পরিবহন চালককে হত্যা করা হয়েছে। পারিবারিক বিরোধ ও অপবাদের জেরে ঘটে এসব হত্যাকাণ্ড। প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকদের পাঠানো প্রতিবেদনেÑ

কুলাউড়া (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কুলাউড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হয়েছেন শাহীন নামে এক অটোরিকশাচালক। শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে শহরের দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন উপজেলার জয়পাশা এলাকার বাসিন্দা ইছাহাক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরেক সিএনজিচালিত অটোরিকশাচালক ধারালো ছুরি দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শাহীনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি গোলাম আপছার বলেন, পারিবারিক পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে বিয়ের প্রস্তাব ঘিরে অপবাদের জেরে মারধরের শিকার হয়ে সাত দিন পর মৃত্যু হয়েছে হুমায়ুন মিয়া নামে এক টমটম চালকের। শুক্রবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে তার মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ মে বাঘাসুরা গ্রামে এক মেয়ের বিয়ের প্রস্তাব দেখতে আসা বরপক্ষের সামনে মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করায় মেয়ের বাবা জাহাঙ্গীর মিয়া ক্ষিপ্ত হয়ে রাতেই টমটম চালক হুমায়ুনকে মারধর করেন। আহত অবস্থায় হুমায়ুন চিকিৎসার অভাবে সাত দিন পর গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে মারা যান।

নিহত হুমায়ুনের মা আকমল বেগম বলেন, সামান্য ঘটনার মিথ্যা অপবাদ দিয়ে জাহাঙ্গীর ও তার লোকজন আমার ছেলেকে মারধরের কারণে তার মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।

মাধবপুর থানার এসআই সায়েদুর রহমান বলেন, মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন নেই, মৃত্যুর কারণ তদন্তে জানা যাবে। এখনও এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে তার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা