ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫ ২০:৪০ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫ ২২:১৪ পিএম
মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নের পলশা গ্রামের আয়মন নদীর সেতু ভেঙে পড়েছে। শুক্রবার (৩০ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণে সেতুর দুপাশের মাটি সরে সেতুটি ভেঙে পড়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
সেতু ভেঙে যাওয়ায় দুপাশের কয়েকটি গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে অসংখ্য মানুষের ভাগ্যে দুর্ভোগ নেমে এসেছে। অনেককে নদী সাঁতরে পার হতে দেখা গেছে।
এলাকাবাসী জানান, প্রায় দশ বছর আগে আয়মন নদীর ওপর সেতু তৈরি করা হয়। সেতুটি ৮০ ফুট লম্বা। সম্প্রতি এই নদীতে চলে খননকাজ। ফলে সেতুর দুপাশের মাটি সরে যায়। বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ভারী বর্ষণ হয়। পানির স্রোতে সেতুর দুপাশের মাটি আরও সরে যায়। এ কারণে শুক্রবার সকাল ১০টার দিকে সেতুটি প্রথমে হেলে যায়, পরবর্তী সময়ে একটি অংশ ভেঙে পড়ে।
সেতু ভেঙে পড়ায় পলশা, ভিটিবাড়ি, গড়বাজাইলসহ কয়েকটি গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে অসহায় হয়ে পড়েছে। শুক্রবার বিকাল পর্যন্ত চলাচলের বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কোনো উপায় না দেখে বাধ্য হয়ে অনেকে নদী সাঁতরে পার হয়েছেন।
এলাকার বাসিন্দা লুৎফর রহমান বলেন, ‘নদী খনন করায় সেতুর দুপাশের মাটি সরে গেছে। পাশাপাশি পানির প্রবল স্রোত সেতুটি ভেঙে গেছে। সেতু ভেঙে পড়ায় নদীর দুপাশের বহু মানুষ পড়েছে দুর্ভোগে। নদী পার হওয়ার জন্য বিকল্প কিছু না করায় এলাকাবাসী নদী সাঁতরেই পার হচ্ছে।’
এলাকাবাসী দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। নদীসংলগ্ন দোকানদার আবুল কালাম বলেন, সেতু ভেঙে যাওয়ায় তারা মহাবিপদে পড়েছেন। এ বিষয়ে মুক্তাগাছা উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই এলাকায় লোক পাঠিয়েছি। দুয়েক দিনের মধ্যে বিকল্প পথ তৈরি করা হবে। এর পর নতুন সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রকল্প পাঠানো হবে। আশা করছি দ্রুতই সেতুর কাজ শুরু করা যাবে।