গাইবান্ধা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫ ২০:৩৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপির পক্ষ থেকে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, কথা শুনতে এসেছি।
আমরা ভোট চাইতে আসিনি বরং আমরা বলতে এসেছি যারা ভালো মানুষ, বিশেষ করে যাদের গ্রহণযোগ্যতা আছে, যাদের ব্যক্তিত্ব আছে, যারা চাঁদাবাজি করে না, সিন্ডিকেট চায় না, ক্ষমতার অপব্যবহার করে না সে মানুষটা যে দলেরই হোক না কেন আপনারা আপনাদের জায়গা থেকে তাকেই নেতা নির্বাচিত করুন।
শুক্রবার (৩০ মে) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চৌরাস্তায় এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন ।
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, গোবিন্দগঞ্জে ইপিজেড নির্মাণে ব্যক্তি বা দল যারাই বাধা সৃষ্টি করবে তাদের প্রতিহত করতে হবে। এ সময় গণমাধ্যম কর্মীদের ভালো খারাপ সবকিছু বিবেচনায় রেখে তাদের আর্থিক নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করতে হবে বলেও জানান সারজিস।
পথসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, নাজমুল হাসান সোহাগ, সদস্য ফিহাদুর রহমান দিবস। পরে সারজিস আলম বিকালে গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি উপজেলায় পথসভায় অংশ নেন।