× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনাবাহিনীর গাড়িতে ‘চাঁদা দাবি’, এনসিপি নেতা গ্রেপ্তার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৫ ২০:৩৩ পিএম

সেনাবাহিনীর গাড়িতে ‘চাঁদা দাবি’, এনসিপি নেতা গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুরে সেনাকল্যাণ সংস্থার ট্রাক আটক করে চাঁদাবাজির অভিযোগে পার্বতীপুর উপজেলা নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক শিক্ষানবিশ আইনজীবী তারিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে পার্বতীপুর-মধ্যপাড়া সড়কে এই চাঁদাবাজির ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে তাকে থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় ১৬ জনকে আসামি করে থানায় মামলা করেছেন স্ক্র্যাপ ক্রয়কারী সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধি আরিফুল ইসলাম। আটক তারিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে।

জানা যায়, বড়পুকুরিয়া কয়লা খনির পরিত্যক্ত লোহার স্ক্র্যাপ দরপত্রের মাধ্যমে কিনে নেয় সেনাবাহিনী পরিচালিত সেনাকল্যাণ সংস্থা। সন্ধ্যা ৬টার দিকে স্ক্র্যাপ ভর্তি দুটি ট্রাক খনি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ট্রাক দুটি খনি থেকে কিছুদূর গেলে এনসিপি নেতা তারিকুল ইসলাম তার অনুসারীদের নিয়ে ট্রাক দুটি আটক করে। তাদের মধ্যে কয়েকজন ট্রাকে উঠে চালকের কাছে চাঁদা দাবি করে। খবর পেয়ে যৌথ বাহিনী ও র‌্যাব ট্রাক উদ্ধার ও তারিকুল ইসলামকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়।

সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধি ও লেবার ফোরম্যান আরিফুল ইসলাম বলেন, ‘গোপনে জানতে পারি স্ক্র্যাপ ভর্তি ট্রাকগুলো রাস্তায় আটক হওয়ার সম্ভাবনা আছে। তাই বিষয়টি আমি ঘটনার পূর্বেই সেনাকল্যাণ সংস্থাকে জানিয়ে রাখি। যাত্রাপথে সেনাকল্যাণ সংস্থার লোগো লাগানো ট্রাকগুলো রাস্তায় আটকিয়ে চাঁদা দাবি করে তারিকুল ইসলামের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল। বৈধ মালামালে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তারা ট্রাকচালকদের অন্য রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেনাবাহিনী ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে ট্রাক উদ্ধারসহ তারিকুল ইসলামকে গ্রেপ্তার করে।’

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘খনি থেকে টেন্ডারে পাওয়া স্ক্র্যাপ মালামাল নিয়ে যাওয়ার পথে দুটি ট্রাক গতিরোধ করে এনসিপি নেতা তারিকুল ইসলাম ও তার লোকজন চাঁদা দাবি করেন। গ্রেপ্তার খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্য ও র‌্যাব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুল ইসলামকে আটক করে। এ ঘটনায় থানায় ১৬ জনের নামে মামলা করেছেন সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধি আরিফুল ইসলাম। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা