ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫ ২০:১১ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫ ২০:১৪ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারায় দাঁত তুলতে এসে ৯ বছরের একটি শিশু মেয়ে ডেন্টিস্ট কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ নিহান আহমেদকে (২৫) নামে ওই ডেন্টিস্টকে আটক করেছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা হয়েছে।
আটক ডেন্টিস্ট নিহান আহমেদ পৌরসভার গোডাউন মোড়ে অবস্থিত রাজশাহী ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগরের বাসিন্দা মোস্তাক আহমেদের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ মে) রাত ৮টায় শিশুটি বাবার সঙ্গে দাঁত ওঠাতে যায় নিহান আহমেদকে (২৫) নামে ওই ডেন্টিস্টের চেম্বারে। সে সময় শিশুটির মুখে পুরুষাঙ্গ ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করে ওই শিশু মেয়েটি। অভিযোগ পেয়ে ডেন্টিস্ট নিহান আহমেদকে (২৫) আটক করে। আজ শুক্রবার এ বিষয়ে ভেড়ামারা থানায় বাদী হয়ে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।
ভেড়ামারা ডেন্টাল প্র্যাকটিশনার সমিতির সভাপতি ডেন্টিস্ট শহিদুল ইসলাম বলেন, নিহান কুষ্টিয়া কারিগরি বোর্ডের অধীনে একটি কোর্স করেছে। বিগত এক বছর আগে সে রাজশাহী ডেন্টাল কেয়ার প্রতিষ্ঠানটি দিয়েছে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, ডেন্টিস্ট নিহানের বিরুদ্ধে যৌনাচারের অভিযোগ শুনেছি। লিখিত অভিযোগ পেলে সিভিল সার্জনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) রাকিবুল ইসলাম বলেন, যৌন নিপীড়নের ঘটনাটি জানাজানি হলে পুলিশ গিয়ে ডেন্টিস্ট নিহানকে আটক করে। ভুক্তভোগীর মা বাদী হয়ে ভেড়ামারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গতকাল আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।