× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিজিএফের চাল বিতরণে ভুল তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাইকগাছা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৫ ২০:১০ পিএম

আপডেট : ৩০ মে ২০২৫ ২০:১৫ পিএম

ভিজিএফের চাল বিতরণে ভুল তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ নিয়ে ভুয়া, মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য প্রচারের প্রতিবাদে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেছেন‌ ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম।

শুক্রবার (৩০ মে) বিকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের ২৪৩৩ জন হতদরিদ্রের মাঝে সরকার কর্তৃক নির্ধারিত ১০ কেজি হারে ভিজিএফের চাল শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ থেকে সব ইউপি সদস্য ও ট্যাগ অফিসারের উপস্থিতে বিতরণ করা হয়। এমতাবস্থায় ইউনিয়নের আরও শত শত হতদরিদ্র কার্ডবিহীন মানুষ ব্যাগ নিয়ে চাল নিতে পরিষদে আসে। এ সময় উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে যেয়ে আমরা সব ইউপি সদস্য, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও ট্যাগ অফিসারের সঙ্গে তাৎক্ষণিক পরামর্শ করে সিদ্ধান্ত নেই সবাইকে কমবেশি করে চাল বিতরণের। যাতে চাল নিতে আসা কেউ যেন খালি হাতে ফেরত না যায়।

এমতাবস্থায় এলাকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু কুচক্রী মহল সাংবাদিকদের কাছে ভূয়া, মিথ্যা, বানোয়াট, ভুল তথ্য উপস্থাপন করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচার করে। অথচ প্রত্যেক কার্ডধারীর মাঝে চাল বিতরণ শেষে ও অবশিষ্ট চাল কমবেশি করে উপস্থিত শত শত হতদরিদ্রদের মাঝে বিতরণ করি। পরবর্তীতে জানতে পারি সামাজিক মাধ্যমে চাল বিতরণ নিয়ে ভিডিও ছাড়া হয়েছে। যেটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক তথ্য। আমরা অত্র ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য স ম সহিল উদ্দিন, মফিজুল ইসলাম, আব্দুল হামিদ গাজী, ইলিয়াস মোড়ল, সমিত্রা দাস, জাহানারা পারভীন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা