নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫ ২০:০৮ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫ ২০:১৬ পিএম
নোয়াখালী সদর উপজেলায় ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারুল আজিম (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। শুক্রবার (৩০ মে) ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড় এলাকার আজিম ভিলার ফটকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারুল আজিমের বাড়ি হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড় এলাকার আজিম ভিলায় বসবাস করে আসছিলেন। ঘটনার দিন ভোরে ফজরের নামাজ পড়ে বাসায় ফেরার সময় বাড়ির ফটকের সামনে পড়ে থাকা একটি ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঝড়ো বাতাসে তারটি ছিঁড়ে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় মাটিতে পড়ে যান আনোয়ারুল আজিম। পরে তাকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।