× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক নিয়ন্ত্রণ অফিস থেকে বিপুল মাদক আর অস্ত্র উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৫ ২০:০২ পিএম

আপডেট : ৩০ মে ২০২৫ ২০:১৮ পিএম

মাদক নিয়ন্ত্রণ অফিস থেকে বিপুল মাদক আর অস্ত্র উদ্ধার

ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের দুটি কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করেছে জেলা প্রশাসনের একটি দল। বৃহস্পতিবার (২৯ মে) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে জব্দ করা হয়, চোলাই মদ ৪০.৫ লিটার, বিদেশি মদ ৩ লিটার, দেশীয় অস্ত্র ১৪টি, বিদেশি মদের খালি বোতল ২৬টি, ফেনসিডিলের খালি বোতল ১৫৫টি, ফেনসিডিল ৮ বোতল, টাপেন্ডাভল ট্যাবলেট ১২ পাতা, হেরোইনের পুরিয়া ১৮টি, ইয়াবা ট্যাবলেট ৮৫ প্যাকেট (প্রায় ৩৫০ পিস+ ৫০টি), প্যাথেডিন ৮ ডোজ অ্যাম্পুল, ব্রুপেনের ফাইন ইনজেকশন ৯৩টি, গাঁজা ২৫০ গ্রাম ও ৬৪ পুরিয়া, আলোয়া পাতা ২৫০ গ্রাম, কালো রঙের তরল ৫০০ মিলি, সিরিঞ্জ ৫টি, মোবাইল ১০টি, নগদ অর্থ ১০০০ টাকার নোট ১টি, ৫০০ টাকার নোট ২টি।

ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে দীর্ঘদিন ধরে মানুষকে মাদক দিয়ে ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছিল। গত বৃহস্পতিবার এ বিষয়ে জানতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে যান গণমাধ্যমকর্মীরা। এ সময় পরিদর্শক ফরহাদ আকন্দের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

পরক্ষণেই তাদের ‘টর্চারশেল’ হিসেবে পরিচিত একটি কক্ষে প্রবেশ করে দেখা যায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, চোলাই মদ ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। এ ছাড়া সেখানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও মজুদ ছিল।

তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একজন ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠান। ম্যাজিস্ট্রেট আসার পর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র জব্দ করেন। সরকারি অফিসে এমন মালামাল রাখার কোনো নির্দিষ্ট নিয়ম তিনি দেখাতে পারেননি।

মাদকদ্রব্য অফিসের পরিদর্শক ফরহাদ আকন্দকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, জব্দ করা কিছু মাদক মামলার এজাহারভুক্ত। তবে তিনি সেগুলোরও কোনো নির্দিষ্ট কাগজ দেখাতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ঠাকুরগাঁও অফিস নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ ছিল। তারা মানুষকে ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা নিত, সেটাই আজকে প্রকাশ পেয়েছে। এর আগেও বিভিন্ন মিডিয়ায় তার (ফরহাদ আকন্দ) নামে কয়েকবার সংবাদ প্রকাশ হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, নানা অনিয়মের অভিযোগে ওএসডি করা হয়েছে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দকে। তাকে ওএসডি করে ঢাকা অফিসে সংযুক্ত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা