× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে বন্য হাতির হানায় নারীর মৃত্যু

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৫ ২০:০১ পিএম

আপডেট : ৩০ মে ২০২৫ ২০:১৮ পিএম

শেরপুরে বন্য হাতির হানায় নারীর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বন্য হাতির হানায় সুরতন নেছা নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার বাতকুচি গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (৩০ মে) এসব তথ্য জানিয়েছেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী। নিহত সুরতন নেছা উপজেলার বাতকুচি গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে উপজেলার দাওধারা-কাটাবাড়ি পাহাড়ি এলাকায় ৪০-৪৫টি বন্য হাতির একটি পাল অবস্থান করছিল। এরই মধ্যে হাতির দলটি মধুটিলা ইকো পার্ক, বাতকুচি বিট কার্যালয় ও আশপাশের এলাকায় একাধিকবার হানা দিয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গ্রামের লোকজন মশাল ও হইহুল্লোড় করে হাতির দলটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে দেয়। কিন্তু রাত ৩টার দিকে হাতির দলটি পুনরায় ফিরে এসে সুরতন নেছার ঘরে হামলা চালায়। এতে ঘরচাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, হাতির পালটি এখনও বাতকুচি এলাকার জঙ্গলে অবস্থান করছে। এলাকায় তুমুল বৃষ্টি হচ্ছে। ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা