× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মানববন্ধন

রাজশাহী অফিস

প্রকাশ : ৩০ মে ২০২৫ ১৯:৫৬ পিএম

আপডেট : ৩০ মে ২০২৫ ২০:২১ পিএম

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মানববন্ধন

‘বাবাকে আমি আট বছর ধরে দেখিনি। চলতে ফিরতে একাকিত্বের সময় বাবা আমার সঙ্গে কথা বলে, তাকে খুঁজে বের করতে বলে।’ এই হৃদয়বিদারক কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাজশাহী কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগর।

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানবাধিকার সংগঠন ‘অধিকার’আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আট বছর আগে গুম হয়েছেন সাইফুল ইসলাম সাগরের বাবা।

মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ’ উপলক্ষে এই মানববন্ধনে অংশ নেন গুম হওয়া ব্যক্তিদের পরিবার, মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষ। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা চোখের জলে তাদের মনের কথা প্রকাশ করেন। তারা বলেন, আমরা জানি না, আমাদের পিতা বা স্বামী জীবিত না মৃত। আমরা পিতৃহারা, না কি বিধবা সেটাও জানি না। আমরা শুধু নিশ্চিত উত্তর চাই।

মানববন্ধনে ‘অধিকার’-এর রাজশাহী শাখার পক্ষ থেকে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলোÑ গুমের শিকার ব্যক্তিরা যারা এখনও ফেরত আসেননি, তাদের ভাগ্যে কী ঘটেছে তা জনগণকে জানানো। যেসব ব্যক্তি গুম হয়েছেন এবং ফিরে আসেননি, পরিবার যেন তাদের ব্যাংক হিসাব পরিচালনা, সম্পত্তি সংক্রান্ত আইনগত সুবিধা প্রদান। গুমের পর যেসব ব্যক্তিকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের কারও কারও সন্ধান পাওয়া গেছে। এখনও কেউ সেখানে আছেন কি নাÑ তা জানতে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা করা। এ ছাড়া গুমের পর যারা ফেরত এসেছেন, তাদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এমনকি নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। এসব মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়া এবং গুমের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা