ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫ ১৯:৪৯ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫ ২০:২৪ পিএম
মাঝপথে হেডলাইট বিকল হওয়ায় টর্চের আলো জ্বালিয়ে ও টানা হর্ন বাজিয়ে চালানো হলো ট্রেন। বৃহস্পতিবার (২৯ মে) রাতে সিলেট-আখাউড়া রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর থেকে আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথে চলে এ রুদ্ধশ্বাস যাত্রা।
সিলেট থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভের (ইঞ্জিন) হেডলাইট নষ্ট হয়ে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। নতুন লোকোমোটিভ লাগিয়ে ট্রেনটি চালানো হয়। এতে ট্রেনটি দুই ঘণ্টার বেশি বিলম্বে চলাচল করে।
রেলওয়ের একাধিক সূত্র জানায়, ট্রেনটি রাত ৮টার দিকে মুকুন্দপুর স্টেশন আসার পর হেডলাইট নষ্ট হয়ে যায়। অনেক চেষ্টা করেও লাইট ঠিক করা যায়নি। পরে ট্রেনটিকে হেডলাইট ছাড়াই আজমপুর স্টেশন পর্যন্ত আনা হয়।
ওই সময় আজমপুর স্টেশনে থাকা ক্যান্টন হোসেন নামে স্থানীয় এক যুবক বলেন, তখন বৃষ্টি হচ্ছিল। পারাবত ট্রেনটির লোকোমোটিভে একজনকে দাঁড়িয়ে টর্চ জ্বালিয়ে রাখতে দেখা যায়। এ ছাড়া প্রতি সেকেন্ডে সেকেন্ডে ট্রেনটি হর্ন বাজাচ্ছিল।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের লোকোশেড ইনচার্জ ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (এসএসএই) মো. নজরুল ইসলাম বলেন, পারাবত এক্সপ্রেসের হেডলাইট নষ্ট হয়ে যায়। পরে আখাউড়া থেকে নতুন লোকোমোটিভ পাঠানো হয়।