প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫ ১৩:৩২ পিএম
ঈদুল আজহা শেষে মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে ফিরতে পারেন, সেজন্য আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশে রেলওয়ে। আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ফিরতি টিকিট বিক্রির কার্যক্রম। আজ পাওয়া যাচ্ছে আগামী ৯ জুনের টিকিট। এ দিন সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।
পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে।