× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন জেলায় সড়কে ৯ জনের প্রাণ গেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৫ ২০:৫৮ পিএম

তিন জেলায় সড়কে ৯ জনের প্রাণ গেল

তিন জেলায় গত মঙ্গল ও বুধবার (২৮ মে) সড়ক দুর্ঘটনায় ৯ জন মারা গেছেন। দিনাজপুর, গোপালগঞ্জ ও ময়মনসিংহে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

দিনাজপুর : দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। জেলার বিরল, ফুলবাড়ী ও পার্বতীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৯টায় বিরল উপ‌জেলায় ট্রাক্ট‌রের সঙ্গে মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে মোহনা আক্তার সা‌ম্মী (১৪) নামে স্কুলশিক্ষার্থী মারা যান। উপ‌জেলার বি‌জোড়া ইউনিয়নের উত্তর বহলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের চালক ও নিহত ওই শিক্ষার্থীর সহপাঠী গুরুতর আহত হন। নিহত স্কুলশিক্ষার্থী মোহনা আক্তার বিজোড়া ইউনিয়নের লক্ষ্মীজল এলাকার মিজানুর রহমানের মেয়ে। মোহনা রঘুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

অপরদিকে ফুলবাড়ী উপজেলায় বুধবার সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজমুল নামে ট্রাক হেলপার নিহত ও ট্রাকচালক রিপনসহ দুজন আহত হন। এ ছাড়াও পার্বতীপুরে মঙ্গলবার রাত ১১টায় ট্রাকের চাপায় রবিউল ইসলাম ও সুজিত চন্দ্র দাস নামের দুই আরোহী শ্রমিক মারা গেছেন। 

নিহতরা হলেনÑ নাজমুল (৪৫) টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাসিল গ্রামের লাভলু মিয়ার ছেলে ও সে ট্রাকের সহযোগী হিসেবে কাজ করতেন। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ফুলবাড়ী উপজেলার অম্রবাড়ি খিয়ারপাড়া (ব্রহ্মচারী) নামক স্থানে এলে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ধান বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটো ট্রাকের সামনের দিক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ধানবোঝাই ট্রাকের সহযোগী নাজমুল মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ট্রাক দুটো পুলিশ হেফাজতে রয়েছে।

গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর ও কোটালীপাড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। জেলার কোটালীপাড়া-রাজৈর সড়কের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জের মনোহরপট্টি নামক স্থানে এবং মুকসুদপুর উপজেলার লোহাইড় নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, বুধবার দুপুরে মুকসুদপুরের বনগ্রাম বাজার থেকে কেনাকাটা করে ব্যাটারিচালিত ভ্যানে চড়ে লোহাইড় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন আন্না বেগম (২০) নামে এক গৃহবধূ। পথিমধ্যে লোহাইড় নামক স্থানে আন্নার পরনে থাকা ওড়না ভ্যানের চাকায় ও গলায় পেচিয়ে রাস্তার ওপর আছড়ে পড়েন । ফলে তিনি মারাত্মক আহত হন। গুরুতর আহত অবস্থায় মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এর আগে কোটালীপাড়ার কোটালীপাড়া-রাজৈর সড়কের রাধাগঞ্জ মনোহার মার্কেট মোড়ে বালু পরিবহনের একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ট্রলির চালক লিমন শেখ (৩৫) ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লিমন কোটালীপাড়ার পিঞ্জুরী গ্রামের হাসেম শেখের ছেলে।

ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিআরটিসি বাস ও মাহিন্দ্রের সংঘর্ষে বাবা ছেলেসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার ১ নম্বর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ঈশ্বরগঞ্জ উপজেলার পায়কুড়া বাজার এলাকার আব্দুল সোবহান (৬৫) ও তার ছেলে মো. সবুজ (৩৫), একই উপজেলার সোহাগী ইউনিয়নের দরিপাতাসি গ্রামের কোহিনুর সুলতানা (৩৬)। আহতদের মধ্যে রয়েছে একজন নারী ও তিনজন পুরুষ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল।

তিনি বলেন, যাত্রীবাহী বিআরটিসি বাসটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১ নম্বর মোড় এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহিন্দ্রের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন পুরুষ ও একজন নারী মারা যান। এ সময় আশপাশের লোকজন আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা