দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫ ২০:৪৪ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই আন্দোলন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের ন্যায়বিচার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি প্রতীক। কিন্তু জনগণ যদি ন্যায়-অন্যায়ের পার্থক্য না বোঝে, যদি ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তাহলে এই আন্দোলনের চেতনা ব্যর্থ হবে।
বুধবার (২৮ মে) দিনাজপুরের বিরল উপজেলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় সারজিস আলম জনগণকে সৎ ও সচেতন হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান, যাতে একটি সুন্দর ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়।
সারজিস আলম বলেন, ‘ভালো নেতা খোঁজার আগে ভালো ভোটার হতে হবে। লোভ-লালসার ঊর্ধ্বে থেকে সৎ ও বিবেকবান প্রার্থী নির্ধারণ করতে পারলে আগামীতে দেশের কল্যাণ সম্ভব হবে। কিছু সুযোগ সুবিধার জন্য অযোগ্য নেতার কাছে বিক্রি হলে দেশের পরিবর্তন সম্ভব নয়।
তিনি বলেন, আগামীর দেশে কোনো চাঁদাবাজ থাকবে না। যত ক্ষমতাধর হোক না কেন যেখানে চাঁদাবাজি হবে সেখানেই তাদের প্রতিহত করতে হবে।
সারজিস আলম বলেন, শেখ হাসিনার চেয়ে বড় চাঁদাবাজ আর কেউ ছিল না। তার যখন পতন হয়েছে, ঠিক সেভাবে দেশের সব চাঁদাবাজদের পতন সম্ভব এবং আমরা সেটা করে দেখাব।
তিনি আরও বলেন, অনেকে মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে, থানায় ও ভূমি অফিসে এখনও ঘুষ নিচ্ছে। দেশের জনগণকে আওয়াজ তুলতে হবে। তা না হলে জুলাই আন্দোলনের চেতনা সফল হবে না।
পথসভায় সারজিস আলমের নেতৃত্বে সারোয়ার সাঈদ লিওন, সাদিয়া ফারজানা, দিনাজপুরের একরামুল হক আবির, রেজাউল করিমসহ এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।
পরে তিনি সফরের দ্বিতীয় দিনে বোচাগঞ্জ, কাহারোল, বীরগঞ্জ ও সদর উপজেলার পথসভায় বক্তব্য দেন।