গাইবান্ধা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫ ২০:০৭ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫ ২০:১৪ পিএম
গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির ১৮৮ জন জুলাইযোদ্ধার মাঝে এককালীন এক লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ গাইবান্ধা জুলাই যোদ্ধা কমিটির সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক বিপুল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব বায়েজিদ বোস্তামী জিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে অবহেলিত ‘সি’ ক্যাটাগরির আহত জুলাই যোদ্ধারা সরকারের এ আর্থিক সহায়তার মাধ্যমে কিছুটা হলেও প্রাপ্য স্বীকৃতি ও সম্মান পাচ্ছেন।
অনুষ্ঠানে অতিথিরা জানান, জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ এই গৌরবময় আন্দোলনের অংশগ্রহণকারীদের পাশে সরকার সবসময় রয়েছে এবং থাকবে।