রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫ ১৯:৫৫ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫ ২০:১৮ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ৪ কোটি ৭ লাখ ৪১ হাজার ৩০০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা। এতে উদ্ধৃত্ত রয়েছে ৮ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা।
বুধবার (২৮ মে) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া উন্মুক্ত এ বাজেট ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সচিব খোরশেদ আলম। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ মোল্লা, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খোকন, বাচ্চু মিয়া, রফিকুল ইসলাম ভূঁইয়া, তপন কুমার ঘোষ, আক্তার হোসেন, নুর জাহান ও শিল্পি আক্তার প্রমুখ।
বাজেট ঘোষণার পরপরই এক উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় ব্যক্তিরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সেটিকে সফল বাস্তবায়নে মতামত প্রদান করেন।
এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া বলেন, সবার অংশগ্রহণে আমরা একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য গোলাকান্দাইল ইউনিয়ন গড়ে তুলতে চাই।