রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫ ১৯:৫৩ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫ ২০:১৮ পিএম
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার ইজারাকে কেন্দ্র করে মিলন ওরফে কদম (৩৫) হত্যা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেনÑ উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী মিয়া পাড়া গ্রামের ফরহাদ মিয়ার ছেলে মিজান মিয়া, সদাশিবপুর গ্রামের মৃত নান্নু শেখের ছেলে লিমন শেখ, পদমদী মিয়া পাড়া গ্রামের মোতালেব শেখের ছেলে রাজিব শেখ ও ঘোড়ামারা গ্রামের আব্দুল রাজ্জাক ফকিরের ছেলে সোহাগ ফকির ।
বুধবার (২৮ মে) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। জানা গেছে, উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার ইজারাকে কেন্দ্র করে কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের চরকুলটিয়া গ্রামের আরজু গ্রুপ ও বেতবাড়িয়া গ্রামের শিমুল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আরজু গ্রুপ কাঁচাবাজারের খাজনা তুলতে গেলে শিমুল গ্রুপ বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ বাধে। দুপক্ষের মধ্যে একাধিকবার মারামারিও হয়। এ বিরোধকে কেন্দ্র করে গত রবিবার দুপুরে শিমুল গ্রুপের লোকজন কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চরকুলটিয়া গ্রামের খবির মোল্লার ছেলে আরজু (৪০), লোকমান মণ্ডলের ছেলে মিলন ওরফে কদম (৩৫), হাবিল মণ্ডলের ছেলে বাচ্চু মণ্ডলকে (৩৮) দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
সংবাদ পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের অবস্থার অবনতি হলে আরজু, মিলন ওরফে কদমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। বাচ্চুকে পাঠানো হয় ফরিদপুর হাসপাতালে।
গত মঙ্গলবার দুপুরে মিলন ওরফে কদম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনার মিলনের বড় ভাই আফজাল হোসেন ২৭ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় গতকাল বুধবার মামলা দায়ের করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, ‘মামলা দায়েরের পর অভিযান পরিচালনা চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের গতকাল রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।’