× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক মানের পরীক্ষায় অংশ নিল হোপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৫ ১৯:৫০ পিএম

আপডেট : ২৮ মে ২০২৫ ২০:১৯ পিএম

আন্তর্জাতিক মানের পরীক্ষায় অংশ নিল হোপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা

ফেনীতে বসে আন্তর্জাতিক মানের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে শহরের পাঠানবাড়ী রোডের হোপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। কুমিল্লা বোর্ডের ছয় জেলার মধ্যে পিয়ারসন এডএক্সেলের অধীনে ‘ও’ এবং ‘এ’ লেভেল পর্যন্ত আন্তর্জাতিক কারিকুলামে পাঠদান প্রদানে একমাত্র অনুমোদনপ্রাপ্ত ফেনী শহরের হোপ ইন্টারন্যাশনাল স্কুলের ১৯ শিক্ষার্থী এডএক্সেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কোয়ালিফিকেশনস পরীক্ষায় অংশ নেয়।

বুধবার (২৮ মে) নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষার হল পরিদর্শন করেন স্কুলের অধ্যক্ষ আলমগীর কবির। জানা যায়, কোলাহলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা অধ্যায়নরত এ প্রতিষ্ঠান ২০১৭ সালে ন্যাশনাল কারিকুলামের মাধ্যমে শুরু হয়ে ২০২৪ সালের জুলাইয়ে ইংরেজি মাধ্যমে ব্রিটিশ কারিকুলামের অনুমোদন পায়।

কেন্দ্রটিতে পরীক্ষা চলাকালীন নিরাপত্তা রক্ষায় ফেনীর পুলিশ প্রশাসন, শিক্ষা প্রশাসন, সাংবাদিক, অভিভাবক, শিক্ষকবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করেন। স্কুলের অধ্যক্ষ আলমগীর কবির বলেন, হোপ ইন্টারন্যাশনাল স্কুল গর্বের সঙ্গে ফেনী জেলায় একটি অনন্য দ্বৈত কারিকুলাম চালু করে পথিকৃৎ হিসেবে আত্মপ্রকাশ করেছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের একমাত্র প্রতিষ্ঠান, যা জাতীয় কারিকুলাম (ইংরেজি ভার্সন) এসএসসি পর্যন্ত এবং পিয়ারসন এডএক্সেলের (UK) অধীনে ‘ও’ এবং ‘এ’ লেভেল পর্যন্ত আন্তর্জাতিক কারিকুলাম প্রদান করে।

তিনি আরও বলেন, হোপ ইন্টারন্যাশনাল স্কুল আবারও ইতিহাস গড়তে চলেছে ফেনী জেলায়, কারণ এ স্কুলের শিক্ষার্থীরা আজ (গতকাল) অংশ নিয়েছে এডএক্সেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কোয়ালিফিকেশনস পরীক্ষায়। এটি যুগান্তকারী ঘটনা, কারণ এর আগে কুমিল্লা অঞ্চলে কোনো প্রতিষ্ঠান এমন আন্তর্জাতিক মানের পরীক্ষা আয়োজন করতে পারেনি। এ অর্জন কেবলমাত্র বিদ্যালয়ের বিশ্বমানের শিক্ষার প্রতিশ্রুতি প্রমাণ করে না, বরং শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতা ও সফলতার সুযোগও তৈরি করে। এডএক্সেল পরীক্ষা চালুর মাধ্যমে হোপ ইন্টারন্যাশনাল স্কুল তার শিক্ষাগত উৎকর্ষ ও উদ্ভাবনী চিন্তার অঙ্গীকার স্পষ্ট করে তুলেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা