× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে ধর্ষণের মামলায় ৬ জনের যাবজ্জীবন

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৫ ১৮:২৫ পিএম

পঞ্চগড়ে ধর্ষণের মামলায় ৬ জনের যাবজ্জীবন

পঞ্চগড়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩৮ মে) দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ এ রায় দেন।

দণ্ডিতরা হলেন, আটোয়ারী উপজেলার মালগোবা এলাকার হাসান আলী, পুরাতন আটোয়ারী এলাকার সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, অমর চন্দ্র, নজরুল ইসলাম এবং ফতেহপুর এলাকার সবুজ আলী।

একই মামলার আরেক আসামির বয়স ১৮ বছরের কম হওয়ায় শিশু আদালতে তার বিচার চলছে।

পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২২ সালের ৬ আগস্ট স্কুল পালিয়ে প্রেমিক হাসান আলীর সঙ্গে দেখা করতে যায় দশম শ্রেণির ছাত্রী। পরে হাসান ও তার সহযোগী রাজু মোটরসাইকেলে করে ওই স্কুলছাত্রীকে পঞ্চগড় থেকে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী বন্দরপাড়া গ্রামের একটি বনে নিয়ে যায়। রাতে সেখানে তাকে নির্যাতন করা হয়।

এ ঘটনা দেখতে পায় ওই এলাকার সাইফুল, আমিনুল, অমর, নজরুল ও সবুজ। তারা এগিয়ে গেলে মেয়েটিকে রেখে পালিয়ে যায় হাসান ও রাজু। তখন ওই পাঁচজনও তাকে পালাক্রমে যৌন নির্যাতন করে সড়কের পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

এ ঘটনায় পরদিন আটোয়ারী থানায় সাতজনের নামে মামলা করা হয়। বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে আসামিদের ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।

আসামিপক্ষের আইনজীবী বলেছেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা