× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনে ২০ দিন বন্ধ ‘সেলুনকার’ সংযোজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৫ ০৯:২১ এএম

ট্রেনে ২০ দিন বন্ধ ‘সেলুনকার’ সংযোজন

ঈদ উপলক্ষ্যে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে-পরে ১০ দিন করে মোট ২০ দিন ট্রেনে সেলুনকার (রেলওয়ের বিশেষ কোচ) সংযোজন না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আগামী ৭ জুনকে সম্ভাব্য ঈদের দিন ধরে বুধবার (২৮ মে) থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে। আগামী ১৭ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

‘সেলুনকার’ হলো রেলওয়ের একটি বিশেষ কোচ। যা মূলত উচ্চপদস্থ রেলওয়ে কর্মকর্তাদের জন্য নির্ধারিত। এটি সাধারণ যাত্রীদের ব্যবহারের জন্য নয়। সেলুনকারে থাকার ব্যবস্থা, অফিসের কাজ করার স্থান, রান্নাঘর ও বাথরুমসহ প্রয়োজনীয় সব সুবিধা থাকে, যাতে কর্মকর্তারা দীর্ঘ ভ্রমণকালে স্বাচ্ছন্দ্যে কাজ ও বিশ্রাম নিতে পারেন। এই ধরনের কোচ সাধারণত রেলপথ পরিদর্শন, মেরামত বা উন্নয়নমূলক কাজের তদারকির সময় ব্যবহার করা হয়।

বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক বা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক যখন কোনো রুট পরিদর্শনে যান, তখন ট্রেনের সঙ্গে এই সেলুনকারটি সংযুক্ত করে যাত্রা করেন। এটি এক ধরনের চলমান দপ্তরের মতো। যা রেলওয়ে কর্মকর্তাদের মাঠপর্যায়ে থেকে প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম পরিচালনায় সহায়তা করে। সেলুনকার ব্যবহারে সময় ও শ্রম বাঁচে, পাশাপাশি রেলপথের অবস্থা সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যায়।

এদিকে, ঈদযাত্রা উপলক্ষ্যে ঈদের আগে-পরে ৭ দিন করে মোট ১৪ দিনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে রেলওয়ে। ঈদে মোট ১০টি ট্রেন বিশেষ হিসেবে যাত্রী সেবা দেবে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‌্যাবের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা