চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৪ মে ২০২৫ ২২:১৮ পিএম
এলপি গ্যাস বিক্রিতে অনিয়ম বন্ধে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং, হালিশহর ও পাহাড়তলী থানাধীন বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শনিবার (২৪ মে) এ অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার।
তিনি গত মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কার্যালয়ে যোগদান করেন। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা ও চারটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিপিসি সূত্রে জানা যায়, সরকারি এলপিজির বিভিন্ন ডিলারের দোকানে অভিযান পরিচালনার সময় বিক্রয় রেজিস্ট্রার এবং রশিদ যথাযথ না থাকায় ভোক্তা অধিকার আইন, ২০০৯-এর অধীন দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ ছাড়া এলপিজি সিলিন্ডার বিক্রয় লাইসেন্স-সংক্রান্ত যথাযথ তথ্য প্রদান করতে না পারায় আরও চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সরকারি এলপিজি সিলিন্ডার বিপণনকারী কোম্পানিকে নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার জানান, সরকারি এলপিজি সিলিন্ডার সহজে এবং হয়রানিমুক্তভাবে জনসাধারণের মাঝে পৌঁছানোর লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনায় এরূপ অভিযান চলমান থাকবে।
অভিযানে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, বিএসটিআই এবং বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।