× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমরা কি আবার দিল্লির ছকে পড়তে যাচ্ছি : প্রশ্ন ব্যারিস্টার ফুয়াদের

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৫ ২২:০৪ পিএম

আমরা কি আবার দিল্লির ছকে পড়তে যাচ্ছি : প্রশ্ন ব্যারিস্টার ফুয়াদের

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আমরা কি আবার দিল্লির ছকে পড়তে যাচ্ছি। ১৪০০ শহীদের জীবনের বিনিময়ে এই দিল্লির গোলামি থেকেই তো আমরা মুক্তি হয়েছি। বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে। মঈন উদ্দিনরা মিলে প্রণব মুখার্জির দরবারে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বিক্রির চেষ্টা করেছিল।

তিনি বলেন, আমরা সব বাহিনীকে বলছি, আপনারা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। দেশের স্বার্থে কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন নেই তা প্রধান উপদেষ্টার সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন।

শনিবার (২৪ মে) দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধানকে উদ্দেশ করে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ১ জানুয়ারি থেকে নির্বাচিত সরকার দেখতে পাওয়ার আপনি কে? এটা রাজনৈতিক দল, ব্যক্তি, জনগণ বলতে পারে। কিন্তু কোনো বাহিনী, পুলিশ, র‌্যাব বলতে পারে না। আপনাকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে। কার বক্তব্যে কে বলছে। আমরা কি আবার দিল্লির ছকে পড়তে যাচ্ছি?

তিনি বলেন, চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানে ভেবেছিলাম, দেশের রাজনৈতিক নেতারা এখান থেকে শিখবেন। পরবর্তীতে সেভাবে তিনি কাজ করবেন। না শেখাটা হবে আওয়ামী লীগের মতো। হাটে-বাজারে চাঁদাবাজি এসব বাংলাদেশে থাকবে না। গত ১৭-১৮ বছর আমাদের রাজনৈতিক নেতাদের ডাকে মানুষ নামে নাই। ছাত্র-জনতার ডাকে মানুষ জীবন দিয়েছে। এসব কিছু পরিবর্তন করতে না পারলে আমরা সব নাই হয়ে যাব।

এবি পার্টির নাটোর জেলার আহ্বায়ক মো. শাহ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলসহ স্থানীয় নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা