× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে মানুষ মারার নজির নেই : কামরুজ্জামান

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৫ ২১:১৪ পিএম

আপডেট : ২৪ মে ২০২৫ ২১:২০ পিএম

হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে মানুষ মারার নজির নেই : কামরুজ্জামান

সাবেক সচিব কামরুজ্জামান চৌধুরী স্বপন বলেছেন, ‘পৃথিবীর কোথাও হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে মানুষ মারার নজির নেই। আমি জুলাই-আগস্ট বিপ্লব দেখেছি। স্বাধীনতা যুদ্ধ দেখেছি। পৃথিবীর কোথাও হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে মানুষ মারার নজির নেই।’

শনিবার (২৪ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের থেকে ৮ তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। কিন্তু আমাদের স্কাউট, গার্লস গাইড, বিএনসিসির সদস্যরা সর্বোপরি শিক্ষার্থীরা দেশের শৃঙ্খলা বজায় রেখেছেন। সেটা ছিল সবচেয়ে উত্তমশৃঙ্খলা।’

বৃক্ষরোপণ প্রসঙ্গে তিনি বলেন, বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নোবেল লরিয়েট ড. ইউনূস স্যারের একটা বই আছে তিন শূন্যের পৃথিবী। তা হলোÑ শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব ও শূন্য দারিদ্র্য। তাই আমরা বৃক্ষরোপণ করব। কারণ গাছ অক্সিজেন দেয় এবং কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে।

বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা