× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলেজ অধ্যক্ষের যোগদান নিয়ে সংঘর্ষ, আহত ১০

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৫ ২১:১১ পিএম

আপডেট : ২৪ মে ২০২৫ ২১:১৮ পিএম

কলেজ অধ্যক্ষের যোগদান নিয়ে সংঘর্ষ, আহত ১০

চাঁদপুরের শাহরাস্তির চিতোষী ডিগ্রি কলেজে জুলাই অভ্যুত্থানের পর কলেজ থেকে বিতাড়িত হওয়া অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়ার নতুন করে যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৪ মে) দুপুরে কলেজে এই ঘটনা ঘটেছে। 

জানা গেছে, জুলাই অভ্যুত্থানের পর বিতাড়িত হন অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়া। দীর্ঘদিন পরে তিনি এলাকার বিএনপি, জামায়াত, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে গতকাল সকাল ৯টায় পুনরায় কলেজে যোগ দিতে আসেন।

পরে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য গভর্নিং বডির প্রতিনিধি শিক্ষক আবু সাইদ বিজয়ের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে কলেজের দুই শিক্ষক বিজয় ও কামরুন নাহার এবং ৫ শিক্ষার্থীসহ ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রেণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।

আহত শিক্ষক বিজয় জানান, ‘কলেজ গভর্নিং বডির সভাপতির মাধ্যমে অধ্যক্ষ যোগদান করার নিয়ম। তিনি তা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার ও আমার সহকর্মী এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন।’

এ বিষয়ে অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, ‘তিনি যোগদান করতে আসলে উপাধ্যক্ষকে পাননি।’ শাহরাস্তি মডেল থানা ওসি আবুল বাসার বলেন, ‘এ বিষয়ে কোনো পক্ষ অভিযোগ দিলে পদক্ষেপ নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা