× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১২৬

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৫ ২০:৩৩ পিএম

আপডেট : ২৪ মে ২০২৫ ২০:৪১ পিএম

চার জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১২৬

চার জেলায় বিভিন্ন অপরাধে গত শুক্রবার ও শনিবার (২৪ মে) আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ১২৬ জন গ্রেপ্তার হয়েছেন। দিনাজপুর, বরিশাল, কুমিল্লা ও বগুড়ায় গ্রেপ্তার অভিযান চালানো হয়। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

দিনাজপুর : দিনাজপুরে ১০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩৫ জন বিভিন্ন মামলার আসামি। শুক্রবার দিন-রাতে জেলার বিভিন্ন থানায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেনÑ দিনাজপুর জেলা বিরামপুর থানার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক (সাবেক চেয়ারম্যান) সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সহ-সম্পাদক জাকিরুল ইসলাম, ৭ নম্বর পলিপ্রয়োগপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম। 

ঘোড়াঘাট থানার ৪ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক দিলজার রহমান। ফুলবাড়ী থানার উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ৬ নম্বর দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজ মণ্ডল, ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক গোষ্ট মোহন চৌধুরী। 

হাকিমপুর (হিলি) থানার খট্টামাধবপাড়া ইউপির নওদাপাড়া (বিলের পাড়) গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের কৃষক লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ভুট্টু। 

নবাবগঞ্জ থানার গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস ছগির, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক কামরুজ্জামানসহ দিনাজপুর জেলার সব থানার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৩৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন। 

বরিশাল : বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় থানা পুলিশ পৌর সদরের উত্তর বিজয়পুর, লাখেরাজ কসবা ও টিখাসার মহল্লাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতা ও এক মহিলা নেত্রীকে শনিবার গ্রেপ্তার করেছে। ওই দিন গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, চাঁদশীর এলাকার স্থানীয় বিএনপি নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের ওপর হামলার ঘটনায় করা মামলার সন্দেহ ভাজন আসামি হিসেবে টিখাসার এলাকা থেকে গৌরনদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের গৌরনদী শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু, উত্তর বিজয়পুর মহল্লা থেকে শ্রমিক লীগের গৌরনদী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি সোহরাব হোসেন ও লাখেরাজ কসবা থেকে মহিলা লীগের উপজেলা শাখার নেত্রী ছবি বেগমকে শনিবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লা : কুমিল্লায় রাজনৈতিকসহ বিভিন্ন মামলায় ১১ আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পাচারকালে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, নগরীতে অপরাধ দমনে পুলিশের একাধিক টিম শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ রাজনৈতিক মামলায় ৮ জন, সড়ক দুর্ঘটনার মামলায় ২ জন এবং নিয়মিত মামলায় ১ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে পাচারকালে উদ্ধার করা হয় আট কেজি গাঁজা।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেনÑ হাসান, আব্দুল মালেক, কামাল, জসিম, মাহবুব খান শোয়েব, তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম জানু, সাইফুল হক, সাইফুল আরেফিন রাহাত, আব্দুল আজিজ মিঠু, আসাদুজ্জামান লাদেন প্রকাশ জামান প্রকাশ আসাদ। গ্রেপ্তার হওয়াদেরকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

বগুড়া : বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানী ঢাকার গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুজন হলেনÑ আওয়ামী লীগের জেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক মাসরাফি হিরো ও বগুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুর রহমান আরিফ। বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়ার ওসি ইকবাল বাহার বলেন, ‘আসামিদের মধ্যে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ নেতা মাশরাফি হিরো ও বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান আরিফের নামে ঢাকার পল্টন থানায় মামলা থাকায় তারা সেখানে থানা হেফাজতে রয়েছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা