× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর বিভাগ

স্কুল ব্যাংকিং কার্যক্রমে জমেছে ৭৭ কোটি টাকা

রংপুর অফিস

প্রকাশ : ২৪ মে ২০২৫ ২০:২১ পিএম

আপডেট : ২৪ মে ২০২৫ ২০:২৫ পিএম

স্কুল ব্যাংকিং কার্যক্রমে জমেছে ৭৭ কোটি টাকা

শিক্ষার্থীদের মাঝে আর্থিক জ্ঞান ও সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে স্কুল ব্যাংকিংয়ের ওপর জোর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে রংপুর বিভাগে চলতি বছরের মার্চ পর্যন্ত রংপুর বিভাগের ৩ লাখ ৪৭ হাজার শিক্ষার্থী ব্যাংকে তাদের হাত খরচ, গিফট ও টিফিনের টাকা জমিয়েছে।

এতে জমা পড়েছে ৭৭ কোটি টাকা; যা দিয়ে দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হওয়ায় শিক্ষার্থীরা হচ্ছে দেশের উন্নয়নের অংশীদার।

শনিবার (২৪ মে) সকালে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে স্কুল ব্যাংকিং কনফারেন্সে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম।

তিনি জানান, ২০১০ সালে শুরু হওয়া স্কুল ব্যাংকিং কার্যক্রমে মাত্র ১০০ টাকা দিয়ে শিক্ষার্থীরা একটি অ্যাকাউন্ট খুলে ব্যাংকে সঞ্চয় করতে পারছে। এতে তাদের মাঝে মিতব্যয়িতা ও সঞ্চয়ী মনোভাব গড়ে উঠছে। সেই সঙ্গে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার ক্ষেত্রেও শিক্ষার্থীরা সচেতন হচ্ছে। স্কুল ব্যাংকিং কার্যক্রমের আওতায় সব শিক্ষার্থী যুক্ত হতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং শিক্ষার্থীরা জমা করা অর্থ দিয়ে তাদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে পারবে। এতে পরিবারের সদস্যদের ওপর আর্থিক চাপ কমবে।

ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক ইকবাল মহসিন ও রংপুর কার্যালয়ের পরিচালক এমদাদুল হক।

ইস্টার্ন ব্যাংকের নেতৃত্বে ৪৫টি ব্যাংক এ কনফারেন্সের আয়োজন করে। এতে নগরীর ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর একটি র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া কনফারেন্স ঘিরে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, আর্থিক জ্ঞান বৃদ্ধিতে পাপেট শো অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা