নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫ ২০:০১ পিএম
আপডেট : ২৪ মে ২০২৫ ২০:২২ পিএম
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত হওয়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার (২৪ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গত শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী কাশেমপাড়া এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলোÑ সিদ্ধিরগঞ্জের মো. হৃদয় (৩০), গোদনাইল নয়াপাড়া এলাকার সাব্বির (১৮), দক্ষিণ কদমতলীর কাশেম পাড়া এলাকার মো. আতিক (২২) এবং নাভানা সিটি এলাকার মো. জাহিদ (১৮)।
নিহত আব্দুল্লাহ খান পায়েল (১৪) নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকার শামীম খানের ছেলে। পায়েলের বাবা শামীম খান জানান, শুক্রবার রাতে লোকমুখে ছেলের আহতের খবর পেয়ে নারায়ণগঞ্জের খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলেন। পরে ঢাকা মেডিকেল নেওয়া হলে সেখানকার চিকিৎসক পায়েলকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনূর আলম জানান, কয়েকদিন আগে একটি মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার জেরে শুক্রবার রাতে পায়েলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘেষণা করেন চিকিৎসক।
তিনি আরও জানান, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিহতের বাবা গ্রেপ্তাররাসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আটজনকে আসামি করে মামলা করেছেন। সেই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।