রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫ ১৬:২৯ পিএম
পুলিশের গ্রেপ্তারের পর নাজমুল। প্রবা ফটো
নারায়ণগঞ্জের রূপগঞ্জ নাওড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী বিএনপি নেতা সেলিমের অন্যতম সহযোগী ও তার ভাতিজা নাজমুলকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন শনিবার দুপুরে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গ্রেপ্তার হওয়া নাজমুল নাওড়ার আহম্মদ উল্লাহর ছেলে ও বিএনপি নেতা সেলিমের ভাতিজা। তার বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, প্রতারণা, টাকা আত্মসাত ও চাঁদাবাজির, জমি দখলসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।
স্থানীয় একালাবাসী ও ভুক্তভোগীরা জানান, নাজমুল মূলত এই এলাকার শীর্ষ সন্ত্রাসী বিএনপি নেতা সেলিমের রাজনীতি করেন। সেলিমের ডান হাত হিসাবেও পরিচিত। এলাকার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখানোই তার মূল পেশা।
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর নাওড়া এলাকায় আতঙ্কের নাম হয়ে উঠেছেন নাজমুল। বিএনপির রাজনৈতিক পরিচয় দিয়ে গড়ে তুলেছেন শক্তিশালী একটি সন্ত্রাসী বাহিনী।
অনুসন্ধানে জানা গেছে, ১৯৭৯ সালে আলাউদ্দীন মেম্বারকে হত্যার মাধ্যমে আলোচনায় আসেন সেলিম। বর্তমানে কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন আবাসন থেকে অস্ত্র ও শটগান নিয়ে এই নাজমুলকে দিয়ে চাঁদা নেয় এই সন্ত্রাসী। এছাড়া নাওড়া হয়ে ঢাকার বিভিন্ন ইটভাটা ও বালুর গদি থেকে নিয়মিত চাঁদা আদায় করেন নাজমুল। কেউ নতুন বাড়ির কাজ ধরলে তাকে চাঁদা না দিয়ে কেউ কাজ করতে পারে না।