× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুর

মোগর খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৫ ১৬:০৮ পিএম

মোগর খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু

গাজীপুর মহানগরের দীর্ঘতম ও প্রাচীনতম মোগর খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে গাজীপুর সিটি করপোরেশন। নগরবাসীর জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে সেনাবাহিনীর সহায়তায় শুক্রবার (২৩ মে) সকাল থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। খালের উৎসভূমি ভোগড়া বাইপাস এলাকা থেকে খনন ও অবৈধ দখল উচ্ছেদের কাজ শুরু করা হয়েছে।

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মো. রাসেল ও সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তাসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। খালটির সীমানা নির্ধারণ, খনন, পরিষ্কার এবং বর্জ্য অপসারণের কাজ চলমান রয়েছে।

পরিবেশবিদরা বলেন, মোগর খালটি ভোগড়া থেকে শুরু হয়ে চান্দনা, খাইলকুর, হায়দারাবাদ হয়ে নিমতলী খালের মাধ্যমে টঙ্গী নদীতে পতিত হয়। একসময় এটি মহানগরের পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ খাল হলেও কলকারখানার রাসায়নিক বর্জ্য এবং অবৈধ দখলের কারণে এটি মৃতপ্রায় হয়ে পড়ে। ফলে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ ও পরিবেশবাদী সংগঠন খালটির পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছিল। খালের খননকাজের সময় অপসারিত মাটি ও বর্জ্য খালের পাশে না রেখে সরাসরি ট্রাকে করে নির্ধারিত ডাম্পিং পয়েন্টে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, মোগর খালটি গাজীপুর মহানগর এলাকার পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। কিন্তু বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের রাসায়নিক বর্জ্য, অবৈধ দখলের কারণে খালটি মৃতপ্রায় অবস্থায় চলে যায়। এসব কারণে রিভার ফাউন্ডেশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দলসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এটি সীমানা নির্ধারণ করে খনন এবং পুনরুদ্ধারের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। বর্তমানে গাজীপুরে মোগর খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু হওয়ায় আমরা গাজীপুর সিটি করপোরেশনকে সাধুবাদ জানাই। তবে টেকসই ফলাফলের জন্য স্থায়ীভাবে খালের সীমানা নির্ধারণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ প্রয়োজন।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, নাগরিক সুবিধার জন্য জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় আমরা খালটির সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কারের কাজ শুরু করেছি। এটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা কমবে এবং নাগরিক জীবনে স্বস্তি ফিরবে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা