× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমকে ফুটওয়্যার কারখানা

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, ভাঙচুর

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৫ ১৩:০৯ পিএম

 গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি, ভাঙচুর

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন এম কে ফুটওয়্যার নামক একটি কারখানার শ্রমিকরা।

শনিবার (২৪ মে) সকাল থেকে তারা কর্মবিরতি পালন করছেন। এর আগে ক্ষুব্ধ শ্রমিকেরা মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন এবং কারখানায় ভাঙচুর চালান। এতে উপজেলার গাজীপুর ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের ওই কারখানার সামনে সকাল থেকেই উত্তেজনা দেখা দেয়। 

শ্রমিকরা জানান, গত এপ্রিল ও চলতি মে মাসের বেতন এবং ঈদের বোনাস এখনো পরিশোধ না করায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

শ্রমিক মো. অনিক বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের বকেয়া বেতন ও বোনাসের প্রতিশ্রুতি দিলেও এখনো পরিশোধ করেনি। একের পর এক তারিখ দিলেও শুধু সময়ক্ষেপণ করছে।’

শ্রমিক মিনারা আক্তার বলেন, ‘আমাদের পেটে তো সময় বুঝে না। অন্যান্য কারখানায় বেতন-বোনাস দেওয়া হলেও আমাদের দেওয়া হয়নি। আজ না কাল করতে করতে সময় কেটে যাচ্ছে।’

নারী শ্রমিক লিপি আক্তার বলেন, ‘সকালে কারখানায় এসে দেখি প্রধান ফটক বন্ধ। কাউকে না পেয়ে আমরা রাস্তায় বসে পড়ি। পরে সবাই মিলে ফটক ভেঙে কারখানায় ঢুকি। ভেতরে গিয়ে দেখি কর্তৃপক্ষের কেউ নেই। তখনই আমরা বিক্ষোভ শুরু করি।’

এ বিষয়ে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ও ঈদের বোনাস চলতি সপ্তাহেই পরিশোধ করা হবে। মে মাসের বেতনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি শ্রমিকদের জানানো হয়েছে। কিন্তু তারা মানতে চাইছে না।’

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, ‘সকাল থেকেই শ্রমিকেরা প্রথমে আঞ্চলিক সড়ক অবরোধ করেন, পরে মূল ফটক ভেঙে কারখানায় প্রবেশ করে কিছু ভাঙচুর চালান। বর্তমানে তাঁরা কর্মবিরতিতে রয়েছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা