× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুকুরে পাওয়া ১০ কেজির কোরাল ৭ হাজারে বিক্রি

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৫ ১২:৪০ পিএম

পুকুরে পাওয়া ১০ কেজির কোরাল ৭ হাজারে বিক্রি

নোয়াখালী সদর উপজেলায় পুকুরে ১০ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে তা ৭০০ টাকা কেজি হিসেবে ৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। 

শনিবার (২৪ মে) সকালে উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শল্যা গ্রামের জাভেদ আলম তার নিজ পুকুর থেকে মাছটি ধরেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাভেদ আলম তার পুকুরে মিশ্র প্রজাতির বিভিন্ন মাছ চাষ করেন। শনিবার সকালে জাল ফেলে মাছ ধরতে গেলে ১০ কেজি ওজনের একটি কোরাল পান। এসময় মাছটি একনজর দেখতে আশপাশের মানুষ ভিড় করেন। পরে নিলামে ৭০০ টাকা কেজি হিসেবে মাছটি বিক্রি করা হয়।

এ বিষয়ে জাভেদ আলম বলেন, ‘আমি পুকুরে মাছ চাষ করি। পাশাপাশি পুকুরের চারপাশে সবজি করি। আজ জাল দিয়ে মাছ ধরতে গেলে বিশাল একটি কোরাল পাই। পরে তা কেজি হিসেবে বিক্রি করি। তবে আমি পুকুরে কোরাল চাষ করি নাই কিংবা কোনো পোনাও ফেলি নাই। অন্যান্য মাছের রেনু বা পোনার সাথে সম্ভবত এটি পুকুরে ঢুকেছে এবং বড় হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘সুলভ মূল্যে মাছটি কিনতে পেরে ক্রেতারা যেমন খুশি, তেমনি আমিও মাছ পেয়ে খুশি।’

সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মন্ডল বলেন, খবর পেয়েছি জাভেদ আলম তার পুকুরে বিশাল একটি কোরাল পেয়েছে। নোয়াখালীর বিভিন্ন উপজেলায় এবং উপকূলীয় অঞ্চলে পুকুর ও ঘেরে কোরাল চাষির সংখ্যা বাড়ছে। কেউ কেউ কার্প জাতীয় মাছের সঙ্গেই এই মাছের চাষ শুরু করেছেন। এতে আর্থিকভাবে তারা লাভবানও হচ্ছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা