× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের কাজ শুরু

ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা)

প্রকাশ : ২৪ মে ২০২৫ ০৯:২৩ এএম

আপডেট : ২৪ মে ২০২৫ ০৯:২৩ এএম

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের কাজ শুরু

খুলনার পাইকগাছা পৌরসভার জলাবদ্ধতা নিরসনে অবশেষে ড্রেনেজের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে ড্রেনেজের দুই ধারের বাঁধের ওপর ২০০ বিভিন্ন প্রজাতির লবণসহিষ্ণু গাছের চারা লাগানোর পরিকল্পনা নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

জানা গেছে পাইকগাছা পৌরসভার কাঁচা বাজারের পাশে শিবসা নদীর চর ভরাটী জায়গার ওপর দিয়ে শুরু হয়েছে ড্রেনেজের কাজ। যার দুই ধারে নির্মিত বাঁধের ওপর দুই শতাধিক লবণসহিষ্ণু গাছের চারাও লাগানোর পরিকল্পনা নেওয়া হয়। যার মধ্যে কেওড়া, গরান, গেওয়া, সুন্দরী, গোলপাতাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে। পৌরবাসীর দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন জলাবদ্ধতা নিরাসন ও শহর রক্ষা বাঁধ নির্মাণের।

প্রতি বছর অতিবৃষ্টি, জোয়ারের পানি বৃদ্ধি ও বন্যায় পৌরসভার প্রাণকেন্দ্র ৭ ও ৮ নম্বর ওয়ার্ড পানিতে তলিয়ে জলজটের সৃষ্টি করে। এতে জনভোগান্তি চরম আকার ধারণ করে। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ চলতি বছর ড্রেনেজ, তেলাসাইডি বাঁধ নির্মাণ ও মাটির কাজের পরিকল্পনা হাতে নেয়।

গত মঙ্গলবার কাজ শুরু হয়েছে। ১৮০ মিটার প্রাথমিক কাজের জন্য ৩ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আরও সম্প্রসারিত হবে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান নাঈম এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম বলেন, ‘ডেনেজ নির্মাণকাজ দ্রুতই শেষ করে ২ শতাধিক গাছের চারাও জনস্বার্থে লাগিয়ে দেওয়া হবে।’

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মাহেরা নাজনীন জানান, ‘জলবদ্ধতার নিরাসনে বর্ষার আগেই ড্রেনেজ নির্মাণকাজ শেষ হলে আর জলবদ্ধতা থাবে না। তাই দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা