অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫ ২১:৫৯ পিএম
আপডেট : ২২ মে ২০২৫ ২২:০৭ পিএম
নিহত তরিকুল ইসলাম। প্রবা ফটো
যশোরের অভয়নগর উপজেলায় দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে কৃষক দলের নওয়াপাড়া পৌর কমিটির সভাপতি তরিকুল ইসলাম (৫১) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার ডহরমশিয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম উপজেলার ধোপাদী গ্রামের ইব্রাহীম সরদারের ছেলে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, দুর্বৃত্তরা গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে ডহরমশিয়াহাটি গ্রামে ঘেরের পাশে তরিকুল ইসলামকে হত্যা করেছে।প্রাথমিকভাবে জানা গেছে মাছের ঘেরে বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্য কোন ঘটনা আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জানা গেছে, উপজেলার ডহরমশিয়াহাটি গ্রামে তরিকুল ইসলামের একটি মাছের ঘের আছে। বৃহস্পতিবার বিকালে ঘেরের পাড়ে যাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা প্রথমে তাকে লক্ষ করে গুলি করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।