নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫ ২০:৪৯ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রকাশ্যে ইউপি সদস্যসহ তিনজনকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে চিহ্নিত ডাকাত দলের বিরুদ্ধে। বুধবার (২১ মে) রাতে মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া গ্রামে ডাকাত সর্দার সফিকুল ইসলাম সইফ্যা ওরফে সফুর নেতৃত্বে সংঘটিত এ ঘটনায় গোটা গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
একই রাতে সফুর দল গ্রামের তিন কৃষকের বাড়িতে হামলা চালিয়ে কোরবানির জন্য প্রস্তুত ৮টি গরু লুট করে নিয়ে যায়। পরে তাদের ডেরায় নিয়ে গরুগুলোর মধ্যে দুটি জবাই করে ভূরিভোজে মেতে ওঠে ডাকাতরা।
নির্যাতনে গুরুতর আহত ইউপি সদস্য সাত্তার, শাহাদাৎ ও বাবুলকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে শাহাদাৎ ও বাবুলের অবস্থা আশঙ্কাজনক।
ভুক্তভোগীদের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে দুই ডজনেরও বেশি ডাকাতি মামলার আসামি সফু রাজনৈতিক আশ্রয়ে এলাকায় ফিরে এসে সশস্ত্র দল গঠন করে নিয়মিত ডাকাতি চালাচ্ছে। গত দেড় মাসে আড়াইহাজারের বিভিন্ন এলাকায় ২০টির বেশি ডাকাতির ঘটনা ঘটেছে।
গ্রামবাসীরা জানান, ৪ জানুয়ারি গণপিটুনিতে নিহত মুকুলের পর থেকেই সফু নিজে টার্গেট হওয়ার আশঙ্কায় পাল্টা ভয় তৈরি করতে শুরু করে। গত বুধবার রাতে তিনজনকে তুলে নেওয়ার ঘটনা সেই পরিকল্পনারই অংশ।
এদিকে ঘটনার ভয়াবহতায় পুরো জোকারদিয়া গ্রামে সুনসান নীরবতা নেমে এসেছে। কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। পুলিশে পর্যন্ত কেউ অভিযোগ জানাননি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ এখনও পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’