ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫ ২০:২৩ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইউনিয়ন পর্যায়ের কর্মী সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকালে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার গো-হাটায় আয়োজিত সম্মেলনে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করেছিল ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক এবং আমিরুল ইসলাম ভূঁইয়া মনিকে সদস্য সচিব করে ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। এর পর থেকেই নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আঠারবাড়ী ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে শুরু হলো ইউনিয়ন পর্যায়ে আনুষ্ঠানিক কার্যক্রম। আগামী ২৩ মে মগটুলা ইউনিয়ন, ২৪ মে সোহাগি ইউনিয়ন, ২৫ মে সরিষা ইউনিয়ন এবং ২৬ মে মাইজবাগ ইউনিয়নে পর্যায়ক্রমে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের কাজ সম্পন্ন করা হবে।
দলীয় নেতাকর্মীরা বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর হত্যা, গুম, মামলা ও গ্রেপ্তারসহ নানাবিধ দমনপীড়ন চালানো হয়েছে। তবে বিএনপি ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। তারা আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে পুনর্গঠনের মাধ্যমে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত বিএনপি। সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের সুদীর্ঘ কর্মজীবনের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক একেএম হারুন-অর-রশিদ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে গত ১৬ বছর হামলা-মামলা ও গুমের মতো ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করে বিএনপি যেভাবে টিকে আছে, সেটাই দলের শক্তিমত্তার প্রমাণ। এখন সময় এসেছে সংগঠনকে নতুনভাবে ঢেলে সাজিয়ে মানুষের পাশে দাঁড়ানোর।
উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, সম্প্রতি ইউনিয়ন কমিটি নিয়ে বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ-উদ্দীপনা বিরাজ করছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলতে এটি একটি পজিটিভ দিক। নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক ও সমৃদ্ধ ঈশ্বরগঞ্জ গড়তে চাই।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, একেএম হারুন-অর-রশিদ, আহসান পারভেজ, রুহুল আমিন মাস্টার, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম ঝিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।