সিংড়া (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : ২২ মে ২০২৫ ২০:১১ পিএম
আপডেট : ২২ মে ২০২৫ ২০:১৪ পিএম
নাটোরের সিংড়া উপজেলা হাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সিংড়া ক্যাম্পের অভিযানে ১৬ টন চাল আটক করা হয়েছে। বুধবার (২১ মে) রাত ৯টার দিকে খাদ্য অধিদপ্তর লেখা যুক্ত দুই ট্রাক চাল জব্দ করা হয়।
সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা গেছে, কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য অধিদপ্তরের) বরাদ্দকৃত চাল সরকার কর্তৃক সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়। ইউএনও কর্তৃক বরাদ্দকৃত চাল ইউএনওর অধীনস্থ উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের কাছে সরকারি উন্নয়নমূলক কাজে এলাকাভিত্তিক পাঠানো হয়। খাদ্য অধিদপ্তর বলছে সরকারি চালগুলো ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। এই চাল যিনি ক্রয় করেছেন সেই ব্যবসায়ী বাবু কমিশনার জানান, সমস্যার নিয়মকানুন মেনেই চাল ক্রয় করা হয়েছে। আমরা সেই কাগজপত্র প্রদর্শন করে জব্দ চাল ছাড়িয়া আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।