চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২২ মে ২০২৫ ২০:০৮ পিএম
আপডেট : ২২ মে ২০২৫ ২০:১৩ পিএম
চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ঘুমন্ত অবস্থায় বড় ভাইকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ছোট ভাই ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ছোট ভাই ও তার স্ত্রী মাদকাসক্ত।
এসব নিয়ে দ্বন্দ্বের কারণে দুজন মিলে ঘুমন্ত অবস্থায় বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে লাশ গুম করতে গেলে পুলিশের হাতে ধরা পরে তারা।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, বুধবার (২১ মে) রাত দেড়টার দিকে চান্দগাঁওয়ের ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
নিহতের নাম সাহেদ। গ্রেপ্তার দুজন হলেনÑ রাউজান নোয়াপাড়া এলাকার মো. জাহেদ এবং তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম ওহি। দুই ভাই বর্তমানে চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা।
ওসি আফতাব উদ্দিন বলেন, ভাই ও ভাইয়ের স্ত্রীর হাতে বড় ভাই খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ঘুমন্ত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত ছোট ভাই ও তার স্ত্রী মাদকাসক্ত বলে প্রথমিকভাবে জানা গেছে। এ ঘটনা আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।