× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন লাখ টাকার দেশি-বিদেশি জাল নোটসহ একজন আটক

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৫ ২০:০৪ পিএম

আপডেট : ২২ মে ২০২৫ ২০:১২ পিএম

তিন লাখ টাকার দেশি-বিদেশি জাল নোটসহ একজন আটক

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে তিন লাখ টাকার বাংলাদেশি জাল নোট ও ভারতীয় রুপিসহ যুগেন্দ্র মল্লিক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল এবং জেলা ডিবির অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা। আটককৃত যুগেন্দ্র মল্লিক রুস্তমপুর গ্রামের মৃত দেবেন্দ্র মল্লিকের ছেলে। 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল উপ-পরিদর্শক (এসআই) এএইচএম মাহমুদুর রহমানসহ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে, বাড়ির গোয়াল ঘরের খড়ের নিচে লুকানো অবস্থায় ২ লাখ ৭৭ হাজার ২০০ টাকার জাল নোট, ৩ হাজার ৯০০ ভারতীয় জাল রুপি, একটি মোবাইল ফোন এবং ১২টি খাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটের মধ্যে ছিলÑ ১৫৫টি এক হাজার টাকার জাল নোট, ২০০টি পাঁচশ টাকার জাল নোট, ১১১টি দুইশ টাকার জাল নোট এবং ভারতীয় ৫টি পাঁচশ রুপির জাল নোট ও ৭টি দুইশ রুপির জাল রুপি উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে যুগেন্দ্র মল্লিক স্বীকার করে, সে দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসায় জড়িত। দেশের বিভিন্ন উৎস থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে সরবরাহ করত। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে এসব জাল নোট ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল সে।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে যুগেন্দ্র মল্লিককে শ্রীমঙ্গল থেকে ৭০ লাখ টাকার বাংলাদেশি জাল নোট এবং ১৪ লাখ টাকার ভারতীয় জাল রুপিসহ র‌্যাব-৯ গ্রেপ্তার করেছিল। জামিনে মুক্তি পেয়ে সে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে।

গত বুধবার সন্ধ্যায় আটকের ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার সহযোগীদের চিহ্নিত করে গ্রেপ্তারে ডিবি পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা