× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৫ ১৯:৫৫ পিএম

আপডেট : ২২ মে ২০২৫ ২০:০২ পিএম

এএসপি নাজমুস সাকিব। প্রবা ফটো

এএসপি নাজমুস সাকিব। প্রবা ফটো

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিবের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ ঢাকায় এ মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলার পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিজ্ঞ বিচারক মো. শওকত আলী শাহবাগ থানা-পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে এফআইআরভুক্তের আদেশ দেন। 

এদিকে অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করছেন এএসপি নাজমুস সাকিব। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত ২০২৩ সালের জুনে পাত্রী চেয়ে একটি ফেসবুক গ্রুপে পোস্ট করার পর ভুক্তভোগী ওই নারীর সঙ্গে অভিযুক্ত এএসপি নাজমুস সাকিবের পরিচয় হয়। সেই পরিচয় থেকে ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বাদী নারী অভিযোগে আরও বলেন, অভিযুক্ত আসামি নাজমুস সাকিব তার পূর্ববর্তী বিয়ে ও সন্তান থাকার বিষয়টি গোপন রেখে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তার সঙ্গে। তাদের উভয় পরিবারের লোকজন বিষয়টি জানতেন এবং বাসায় আসা-যাওয়া ছিল।

৪ এপ্রিল সর্বশেষ ভুক্তভোগী নারী অভিযুক্তের বাসায় অবস্থান করার সময় বিয়ের প্রতিশ্রুতি ও প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হন। শারীরিক মেলামেশার পর একপর্যায়ে ওই নারী জানতে পারেন, অভিযুক্ত এএসপি নাজমুস সাকিব ইতোমধ্যে অন্য এক নারীকে বিয়ে করেছেন। এসব বিষয়ে অভিযুক্তের সঙ্গে কথা হলে ওই নারীকে তখন বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং নানা রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন, যেন মামলা করতে না পারেন।

উল্লেখ্য, ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস শাকিব এ মামলার আগেও তার প্রথম স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় কারাবরণ করেছেন এবং বর্তমানে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের এএসপি নাজমুস সাকিব বলেন, আমার সাবেক স্ত্রী ইসরাত রহমানের যোগসাজশে এবং তার দ্বারা প্ররোচিত হয়ে আমার নামে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা করেছেন স্বৈরাচারের দোসর মুক্তা আক্তার। সামাজিক ও পেশাগতভাবে হেনস্থা করতে আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা ও গায়েবি মামলা করে যাচ্ছে। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে আমার সাবেক স্ত্রী ইসরাত একটি মিথ্যা ও গায়েবি মামলা করেন, যা মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে খারিজ করে দিয়েছেন। তার স্ত্রী গত স্বৈরাচারী শাসকের দোসর ছিলেন বলে দাবি করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা