ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫ ১৯:৩৭ পিএম
আপডেট : ২২ মে ২০২৫ ১৯:৫৯ পিএম
ওসি মিজানুর রহমান।
পদায়নের ৭২ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে পুলিশ লাইনে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে। নোয়াখালী সেনবাগ থানার এজাহারভুক্ত মামলার প্রধান আসামি হওয়ার অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে পদায়নের পর থেকেই সমালোচনার ঝড় বইছে ময়মনসিংহে।
বৃহস্পতিবার (২২ মে) তাকে ক্লোজড করা হয়েছে পুলিশ লাইনে।
এর আগে গত ১৮ মে তাকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় ওসি হিসেবে পদায়ন করা হয় মিজানুর রহমানকে। এরপর ওসি মিজানুর রহমানের নামে মামলার আসামি হওয়ায় বিষয়টি প্রকাশ হলে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। মূলত এই বিষয়টি আমলে নিয়েই ওসি মিজানুর রহমানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বলেন, যথাযথ প্রক্রিয়ায় ভেরিফিকেশনের মাধ্যমে এই ওসিকে কোতোয়ালি মডেল থানায় পদায়ন করা হয়েছিল। তখন তার নিজ এলাকা থেকে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পজিটিভ এসেছিল। কিন্তু পদায়নের পর মামলার বিষয়টি আমরা জানতে পেরে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ পুলিশ রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আতাউল কিবরিয়া বলেন, মামলার বিষয়টি জানার পর ওই ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আপাতত তিনি জেলা পুলিশ সুপার কার্যলয়ে সংযুক্ত থাকবেন।