× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক খাদ্য উপমন্ত্রী শম্ভুর ওপর বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৫ ১৯:১৭ পিএম

সাবেক খাদ্য উপমন্ত্রী শম্ভুর ওপর বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ

বরগুনায় ২০২৩ সালে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের অভিযোগ এবং হাতবোমা ফাটিয়ে নৈরাজ্য সৃষ্টি করায় বরগুনা সদর থানার মামলায় প্রধান অভিযুক্ত আসামি তৎকালীন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্য উপমন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আদালতে হাজিরা দিতে এলে তার ওপর ক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ। 

পরে বরগুনার অতিরিক্ত মুখ্য হাকিম মো. মনিরুজ্জামানের আদালতে তোলা হয়। আদালতের শুনানি শেষে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বরগুনা কারাগারে আনা হয়। 

বরগুনা জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নইমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আদালতে হাজিরা দিতে এলে বিএনপির নেতাকর্মীরা শম্ভুর আস্তানা বরগুনাতে হবে না-সহ নানান স্লোগানে আদালত প্রাঙ্গণ মুখরিত করেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত হওয়ার ঘটনায় দুটি হত্যা মামলায় ঢাকার কেন্দ্রীয় কারাগারে তিনি বন্দিরত অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার তাকে এই মামলার দৃশ্যত গ্রেপ্তার দেখিয়ে অতিরিক্ত মুখ্য হাকিমের আদালতে হাজির করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা